করোনার নতুন স্ট্রেন এবার জাপানে, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

Mysepik Webdesk: ব্রিটেনের করোনাভাইরাসের নতুন স্ট্রেন এবার পৌঁছে গেল জাপানেও, যা নিয়ে রীতিমতো চিন্তায় বিশেষজ্ঞরা। গত কয়েকদিনে ব্রাজিল থেকে বহু যাত্রী এসেছেন জাপানে। তাদের চারজনের শরীরে পাওয়া গিয়েছে করোনাভাইরাসের নতুন স্ট্রেনের সন্ধান। বিমানবন্দর থেকেই তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, তাদের নমুনা ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজেস’-এ পাঠানো হবে। বিশেষজ্ঞদের মতে নতুন এই স্ট্রেনের সংক্রমণ ক্ষমতা ৭০ শতাংশ আরও বেশি।
আরও পড়ুন: বাংলাদেশে ফেব্রুয়ারির প্রথমে শুরু হবে করোনা ভ্যাক্সিনেশন

সম্প্রতি জিনের মিউটেশনের বদল ঘটিয়ে আরও বেশি সংক্রামক হয়েছে করোনাভাইরাস। বিশেষজ্ঞদের মতে, এই নতুন প্রকারের করোনাভাইরাসের সংক্রমণ ক্ষমতা আগের চেয়ে অন্তত ৭০ শতাংশ বেশি। নতুন করোনাভাইরাসের এই স্ট্রেন প্রথম দেখা গিয়েছে ব্রিটেনে। মাত্র কয়েকদিনের মধ্যেই ব্রিটেন থেকে এই নতুন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। সেই তালিকায় রয়েছে ভারতও। এই শহরেও দু’জনের শরীরে দেখা মিলেছে নতুন প্রজাতির এই করোনাভাইরাস। গত ২০ ডিসেম্বর বিমানে কলকাতা ফেরার পরই একজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। যদিও ওই যুবকের শরীরে কোনও উপসর্গ পাওয়া যায়নি। কিন্তু ওই যুবকের শরীরে মিলেছে ব্রিটেনের নতুন স্ট্রেন।