ক্রিকেটে করোনার ছায়া: পাকিস্তান দলের সপ্তম খেলোয়াড় করোনা আক্রান্ত

Mysepik Webdesk: নিউজিল্যান্ড সফরে যাওয়া পাকিস্তান ক্রিকেট দলের সমস্যা বেড়েই চলেছে। আজ, শনিবার দলের সপ্তম খেলোয়াড়ের করোনার পজিটিভ রিপোর্ট সামনে এসেছে। দু’দিন আগে পাক দলের ৬ খেলোয়াড়ের করোনা আক্রান্তের খবর নিশ্চিত হয়েছিল। এ-কারণে দলের টেনিংও বন্ধ হয়ে যায়। যদিও বোর্ড খেলোয়াড়দের নাম প্রকাশ করেনি।
আরও পড়ুন: করোনায় পিছিয়ে গেল প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কিছু অতিথিকে বায়ো-সুরক্ষিত প্রোটোকল ভঙ্গ করার অভিযোগ এনেছিল। কিউয়ি বোর্ড জানিয়েছিল, খেলোয়াড়রা কোয়ারেন্টাইনে সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের মতো নিয়ম লঙ্ঘন করেছে। এর পরে, নিউজিল্যান্ড সরকার শুক্রবার সতর্ক করে জানিয়েছিল, অতিথি দল যদি আবার প্রোটোকল ভাঙে, তবে তাদের দেশে পাঠানো হবে।
আরও পড়ুন: পাকিস্তান দলের ৬ ক্রিকেটারের করোনা রিপোর্ট পজিটিভ, প্রোটোকল ভাঙার অভিযোগ

সূত্রের খবর, স্বাস্থ্য মন্ত্রণালয় তার বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট দলের আর এক সদস্যের করোনার রিপোর্ট ইতিবাচক এসেছে। একইসঙ্গে প্রথম ৬ জন ইতিবাচক খেলোয়াড় বাদে সবার রিপোর্ট নেগেটিভ। আবার সোমবার সোয়াবের নমুনা করোনার পরীক্ষার জন্য নেওয়া হবে।