মানুষের ত্বকের ওপরেও বেশ কয়েকঘন্টা বেঁচে থাকতে পারে করোনাভাইরাস, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Mysepik Webdesk: সম্প্রতি জাপানের Kyoto Prefectural University of Medicine৷ -এর বিশেষজ্ঞরা একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, মানুষের ত্বকের ওপরেও দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে করোনাভাইরাস। আর যদি উপযুক্ত পরিবেশ পেয়ে যায়, তাহলে অন্তত ৯ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাসের জীবাণু। ওই বিশেষজ্ঞরা সম্প্রতি এই বিষয়ে একটি গবেষণা করছিলেন। তাঁরা পরীক্ষা করছিলেন, মানুষ এবং কয়েক ধরণের প্রাণীদের ত্বকের ওপর করোনাভাইরাস কতক্ষণ বেঁচে থাকতে পারে।
আরও পড়ুন: গভর্নরের গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
বিশেষজ্ঞদের দাবি, ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের থেকেও বেশিক্ষন বেঁচে থাকতে পারে করোনাভাইরাসের জীবাণু। বিজ্ঞানীদের মতে এই কারণেই সাবান দিয়ে বার বার হাত ধোয়া উচিত। মেডিক্যাল জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ি, একইসঙ্গে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস ও করোনা ভাইরাস রেখে পরীক্ষা করা হয়েছিল। রিসার্চে এটাও প্রমাণ হয়েছে যে করোনা ভাইরাস ত্বকে এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকে বলেই তা এত দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে আলাদা আলাদা পরিস্থিতিতে ত্বকের ওপর করোনা ভাইরাসের বেঁচে থাকার মেয়াদ আলাদা হয়।