লন্ডন থেকে কলকাতায় আসা ২ যাত্রীর শরীরে করোনাভাইরাস মিলল বিমানবন্দরে, উদ্বেগ

Mysepik Webdesk: জিনের পরিবর্তন ঘটিয়ে আরও মারাত্মক আকার ধারণ করেছে করোনাভাইরাস। নতুন ধরনের এই করোনাভাইরাসের সংক্রমণ ক্ষমতা আগের থেকে ৭০ শতাংশ বেশি। এই কারণে ব্রিটেনের বিস্তীর্ণ অঞ্চলে ফের জারি হয়েছে লকডাউন। এই পরিস্থিতিতে ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ব্রিটেন থেকে ভারতে আসার সমস্ত বিমান বাতিল করেছে ভারত। তবে এই আবহেই ঘটে গেল এক উদ্বেগজনক ঘটনা।
আরও পড়ুন: বিজেপির মুখ হয়ে আজ প্রথম কেতুগ্রামে সভা করবেন শুভেন্দু
লন্ডনের হিথরো থেকে দমদম বিমানবন্দরে আসা বিমানে পাওয়া গেল দুই করোনা আক্রান্তের সন্ধান। উল্লেখ্য যে, ২২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ব্রিটেন থেকে ভারতে যাঁরা আসবেন, তাঁদের বিমানবন্দরে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক হয়েছিল। বিমানবন্দর সূত্রে জানা গেছে ২২২ জন যাত্রী নিয়ে সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। ২৫ জন যাত্রীর করোনা টেস্ট করা ছিল না। তাঁদের করোনা টেস্ট করা হলে দুজনের রিপোর্ট পজিটিভ আসে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।