Mysepik Webdesk: করোনা উদ্বেগজনক অবহের মধ্যেই ঠিক ১০৭ দিন পরে জাপানে অলিম্পিক শুরু হতে চলেছে। তবে সোমবার, দেশটিতে একদিনে প্রায় ২,০০০ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। জাপানের স্বাস্থ্যমন্ত্রী নরিহিসা তমুরা বলেছেন, করোনার ব্রিটিশ ভেরিয়ান্ট সংক্রমণকে আরও তীব্র করেছে। সোমবার, জাপানে ২,৪৫৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে এবং প্রাণ হারিয়েছেন ১০ জন। যেখানে দু’দিন আগে আক্রান্তের সংখ্যা ২,৭০২ জন এবং ৮ জন প্রাণ হারিয়েছিলেন।

ওসাকাতে সংক্রমণের মাত্রা একদিনে দ্বিগুণ হয়ে যায়। সোমবার সেখানে ৭১৯ জন করোনা আক্রান্ত চিহ্নিত হয়েছেন, যার মধ্যে ২৭০ জন ব্রিটিশ ভেরিয়ান্ট। রাজধানী টোকিওয় একদিনে ৩৯৯ জন রোগী পাওয়া গেছে। এটি টোকিওয় অনুষ্ঠিত অলিম্পিক নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। তবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে যাই ঘটুক না কেন, অলিম্পিক বাতিল হবে না।