শিশুরাই সবচেয়ে বেশি ছড়াচ্ছে করোনাভাইরাস, চাঞ্চল্যকর তথ্য জানাল আইসিএমআর

Mysepik Webdesk: শিশুরা কিছুটা হলেও করোনার থাবা থেকে সুরক্ষিত। এতদিন পর্যন্ত এটাই মনে করে আসছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু সম্প্রতি চরম উদ্বেগজনক তথ্য প্রকাশ করল আইসিএমআর। আইসিএমআর-এর এই তথ্যে রীতিমতো চিন্তার ভাজ পড়েছে প্রশাসনের কপালে। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে আইসিএমআর-এর ডিরেক্টর বলরাম ভার্গব জানান, “আগে মনে করা হচ্ছিল করোনা সংক্রমণের থাবা থেকে কিছুটা হলেও শিশুরা সুরক্ষিত। কিন্তু সাম্প্রতিকতম পরীক্ষায় দেখা গিয়েছে, শিশুরা মারাত্মক ভাবে করোনার স্প্রেডার! অর্থাৎ সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ছড়িয়ে দিচ্ছে শিশুরাই।”
আরও পড়ুন: বিহারের প্রথম দফার ভোট কাটল নির্বিঘ্নেই, সন্ধে ৬টা পর্যন্ত ভোটদানের হার ৫৩.৪৬ শতাংশ
বলরাম ভার্গব আরও জানান, তাঁদের সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতে ১৭ বছরের কম বয়সিদের মধ্যে মাত্র ৮ শতাংশ কোভিড পজিটিভ। পাশাপাশি পাঁচ বছরের নীচে সম্ভবত এক শতাংশের চেয়ে কম শিশু করোনা সংক্রমিত। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, মিজোরামের শিশুদের মধ্যে করোনা সংক্রমিত হওয়ার প্রবণতা অনেক বেশি। ওই রাজ্যে প্রায় ৩১৫ জন শিশু করোনা আক্রান্ত। তিনি বলেন, পাঁচ বছরের কম বয়েসি শিশুদের মধ্যে সাধারণত কাওয়াসাকি রোগ দেখা দেয়। কিন্তু ভারতে এখনও পর্যন্ত কোনও করোনা আক্রান্তের শরীরে এই রজার উপসর্গ পাওয়া যায়নি।