আগামী ১০ বছর আমাদের সঙ্গে থাকবে করোনা, বলেছেন বায়োটেকের সিইও উগুর সাহিন

Mysepik Webdesk: মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের সঙ্গে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন নির্মাতা বায়োটেকের সিইও উগুর সাহিন জানিয়েছেন, ভাইরাসটি আগামী ১০ বছর আমাদের সঙ্গে থাকবে। এই সপ্তাহে একটি অনলাইন সংবাদ সম্মেলনে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, কতদিনে জীবন স্বাভাবিক হবে? উত্তরে সাহিন বলেন, ‘‘ভাইরাসটি আমাদের সঙ্গে আগামী ১০ বছর থাকবে। করোনার মহামারি এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না। এই সত্যকে আমাদের মেনে নিতে হবে। সময়ে সময়ে এর প্রাদুর্ভাব কিছুটা কম বা বেশি হতে পারে।”
আরও পড়ুন: পাকিস্তানের দুর্নীতিতে অগ্নিশর্মা ‘বন্ধু’ রাষ্ট্র চিন, বন্ধ হতে পারে চায়না-পাকিস্তান ইকনমিক করিডর

করোনার কারণে ১৭.৫০ লক্ষেরও বেশি মানুষ মারা গেছেন এবং ৭.৯৮ কোটিরও বেশি মানুষ এই মহামারিতে আক্রান্ত হয়েছে। আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ১৯১টি দেশে করোনার ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭,৯৮,৪০,২০৬ জন এবং মারা গেছেন ১৭ লক্ষ ৫০ হাজার ৫৮০ জন।