কোভিড আতঙ্ক, বন্ধ থাকছে দক্ষিণেশ্বরের কল্পতরু উৎসব

Mysepik Webdesk: প্রতিবছর পয়লা জানুয়ারির দিনে কল্পতরু উৎসবে হাজার হাজার দর্শনার্থী দক্ষিণেশ্বর মন্দির অথবা কাশীপুর উদ্য়ানবাটীতে জমা হন। লাইন পড়ে ভোরবেলা থেকেই। কল্পতরু উৎসব উপলক্ষে দক্ষিনেশ্বর মন্দির প্রাঙ্গনে উপচে পড়ে মানুষের ভিড়। তবে এই বছর আয়োজিত হচ্ছে না কল্পতরু উৎসব। কোভিডের কারণে এই বছর তাই আর কোনও ঝুঁকি নিতে চাইছে না মন্দির কর্তৃপক্ষ। অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে ভবতারিণী মন্দির ও রামকৃষ্ণ কক্ষে বিশেষ পূজার ব্যবস্থা থাকলেও সেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন: সৌরভ কি বিজেপিতে? ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের

কল্পতরু উৎসবের মতোই এই বছর কোভিডের কারণে কলকাতায় আন্তর্জাতিক বইমেলাও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সংস্থার তরফ থেকে ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, করোনা সংক্রমণের ভয়ে আগামী কিছুদিন কলকাতা বইমেলা পিছিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের বইমেলার দিনক্ষণ ঘোষণা করা হবে। বইমেলা কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত তারা চাইছেন না বইমেলার আয়োজন করতে। করোনা পরিস্থিতি কেটে যাওয়ার পরেই বইমেলা আয়োজন হোক, এমনটাই ইচ্ছা কর্তৃপক্ষের। সেই কারণে ভ্যাকসিন এলে করোনার প্রকোপ কিছুটা কমলে বইমেলা আয়োজন করা হতে পারে।