কোভিড বিধি লঙ্ঘন, পটনায় ৩ দিন বন্ধ করে দেওয়া হল তানিশ্কের এক শোরুম

Mysepik Webdesk: বিহারে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ-কারণে রাজধানী পটনায় নিয়ম লঙ্ঘনের বিষয়ে প্রশাসন তদারকি করছে। যার পরে পটনার ফ্রেজার রোডে অবস্থিত তানিশ্কের শোরুমে ব্যবস্থা নেওয়া হয়েছে। শোরুমটি পরের তিনদিন বন্ধ করে দেওয়া হয়েছে। পটনা সদরের এসডিএম এবং এএসপি-র আইন-শৃঙ্খলা রক্ষার অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সিঙ্গাপুর থেকে বাংলাদেশ হয়ে ভারতে হামলার ছক বাংলাদেশি যুবকের! গ্রেফতার সিঙ্গাপুরে
সদর এসডিএমের মতে, দিল্লির অবস্থা দেখে পটনা জেলা প্রশাসন সতর্কতার মধ্যে রয়েছে। তিনি যখন তাঁর দল নিয়ে তনিশ্কের শোরুমে পৌঁছেছিলেন, সেখানে ম্যানেজার কোনও মাস্ক ছাড়াই ছিলেন। সেখানে উপস্থিত ৪ জন কর্মীও মাস্ক পরেননি। কোভিড বিধি লঙ্ঘনের জন্য তিনদিনের জন্য শোরুম বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।