আদিবাসী পরিবারকে সাহায্য সিপিআইএমের

রামপুরহাট, ২৭ সেপ্টেম্বর: করোনার জেরে কাজ হারিয়েছে বহু মানুষ। তাছাড়া রাজ্যে জুড়ে দীর্ঘদিন লকডাউন চলার ফলে অনেকেরই সংসারে টান পড়েছে। আর এই সময়েই রামপুরহাট মহকুমার হত দরিদ্র এক আদিবাসী পরিবারের বাড়ি আগুনে পুরে ভষ্মিভূত হয়ে যায়। সেই হত দরিদ্র পরিবারটির পাশে দাড়াল সিপিআইএম। রামপুরহাট মহকুমার বানীয়র অঞ্চলের শহরপুর গ্রামে গত ৯ সেপ্টম্বর আগুনে পুরে ভষ্মিভূত হয়ে যাওয়া ঐ দরিদ্র আদিবাসী পরিবারের হাতে সিপিআইএম অঞ্চল কমিটির পক্ষ থেকে ৪০ কেজি চাল, পরিবারের সদস্যদের প্রত্যেকের জামা কাপড় ও নগদ ১০০০ টাকা দিয়ে আর্থিক সাহায্য করা হয়। এই অসময়ে নগদ টাকা, চাল ও বস্ত্রাদি পেয়ে খুশি আগুনে পুড়ে সর্বশান্ত হওয়া আদিবাসী পরিবারটি। গত ৯ সেপ্টম্বর হঠাৎ আগুন লেগে মাটির তৈরী বড় বাড়ীর চালা টাই পুড়ে ছাই হয়ে যায় ঐ পরিবারের।
