ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষণা, ভারত-অস্ট্রেলিয়া ডে-নাইট টেস্টে মাঠে উপস্থিত থাকবে ২৭ হাজার দর্শক

Mysepik Webdesk: মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ঘোষণা করেছে যে, ভারতের বিপক্ষে অ্যাডিলেড ওভালে ১৭ ডিসেম্বর থেকে প্রথম ডে-নাইট টেস্টে ২৭ হাজার দর্শক থাকবে, যা স্টেডিয়ামের সক্ষমতার ৫০ শতাংশ। করোনা মহামারির মধ্যে বায়ো-নিরাপদ পরিবেশে দর্শকদের ছাড়াই এখন হচ্ছে ক্রিকেট ম্যাচ। যদিও ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজে দর্শক থাকবে। ভারতীয় দল অস্ট্রেলিয়ায় তিনটি ওয়ানডে, তিনটি টি-২০ এবং চারটি টেস্ট খেলবে।
২৭ নভেম্বর সিডনিতে প্রথম ওয়ানডে দিয়ে এই সফর শুরু হবে। টেস্ট সিরিজ ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে। ক্রিকেট ডটকমের তথ্যানুসারে, ‘‘দর্শকের সক্ষমতার ৫০ শতাংশ টিকিট অ্যাডিলেড ওভালে বিক্রি হবে, যার অর্থ প্রতিদিনের জন্য ২৭,০০০ টিকিট পাওয়া যাবে।” এদিকে, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি কেবল অ্যাডিলেড টেস্ট খেলবেন। এর পরে তিনি ফিরে আসবেন, কারণ জানুয়ারিতে ছোট্ট অতিথি তাঁর বাড়িতে আসতে চলেছে। বক্সিং ডে টেস্টটি মেলবোর্নে ২৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে, যেখানে মোট দর্শক ধারণ ক্ষমতার ২৫ শতাংশ টিকিট বিক্রি হবে। একইসঙ্গে ব্রিসবেনে চতুর্থ টেস্টে ৭৫ শতাংশ অর্থাৎ ৩০ হাজার টিকিট এবং সিডনির দ্বিতীয় টেস্ট ৫০ শতাংশ অর্থাৎ ২৩ হাজার টিকিট বিক্রি করা হবে বলে খবর।