করোনা আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Mysepik Webdesk: করোনার কবলে এবার পর্তুগিজ ফুটবল তারকা। পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার জুভেন্তাসের এই তারকা ফুটবলের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। এই তথ্য জানানো হয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের তরফে। এর ফলে নেশন কাপে সুইডেনের বিরুদ্ধে সিআর সেভেনের মাঠে নামা অনিশ্চিত হয়ে গেল।
আরও পড়ুন: সুদেভা এফসির হয়ে খেলতে নামছেন পিন্টু মাহাতো
পর্তুগালের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই বিষয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার জন্য তাঁকে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি সুইডেনের বিরুদ্ধে খেলবেন না।’ বর্তমানে ইউরোপা নেশনস লিগ খেলতে ব্যস্ত ছিলেন জুভেন্তাসের তারকা ফুটবলার।
আরও পড়ুন: শুমাখারকে ছুঁলেন লুইস হ্যামিলটন, শুভেচ্ছা জানালেন শচীন
জানা গিয়েছে, রোনাল্ডোর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলেও, পর্তুগাল দলের অন্যান্য সদস্যের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁর শরীরে অবশ্য কোনও সংক্রমণ নেই। তিনি ভাল আছেন। যেহেতু করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে, তাই তাঁকে আপাতত আইসোলেশনে থাকতে হবে। রোনাল্ডোর করোনা আক্রান্ত হওয়ার খবরে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা উদ্বিগ্ন। তাঁর ভক্তরা প্রিয় ফুটবলারের দ্রুত আরোগ্য কামনা করছেন।