নিজেই গাড়ি ড্রাইভ করে গৌরবকে বিয়ে করতে গিয়েছিলেন দেবলীনা

Mysepik Webdesk: গত ৯ ডিসেম্বর উত্তম কুমারের নাতি তথা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন মেয়র পারিষদ দেবাশিস কুমারের একমাত্র কন্যা নৃত্যশিল্পী ও অভিনেত্রী দেবলীনা কুমার। বিয়ের পর্ব সেরে, সংগীত, বিয়ের পার্টি, রিসেপশনের মতো একাধিক বিবাহ পরবর্তী সেলিব্রেশনে মেতে উঠতে দেখা গিয়েছে নবদম্পতিতে। এবার বিয়ের দিনের একটি মিষ্টি মুহুর্ত সামনে আনলেন দেবলীনা। একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, বিয়ের দিনে বিয়ের সাজে সেজে নিজেই গাড়ি চালিয়ে বিয়ে করতে গিয়েছিলেন দেবলীনা।
আরও পড়ুন: বিকিনিতে সমুদ্র সৈকতে রোদ পোহাচ্ছেন কঙ্গনা, ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল
https://www.instagram.com/p/CJK1ZG3Av61/?utm_source=ig_web_copy_link
ভিডিওতে দেখা যাচ্ছে, লাল বেনারসি, শাঁখা-পলা সহ ভারী গয়নায় সেজে, মেহেন্দি রাঙানো হাতে স্টিয়ারিংয়ে বধূ বেশে তিনি গাড়ি চালাচ্ছেন। গাড়ি চালিয়ে তিনি তারপর পালকির পশে দাঁড়ান। ৯ ডিসেম্বর দেবলীনার বিয়ের দিনের এই ছবি আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেবলীনা এই ভিডিও নিজের ইনস্টা পেজে শেয়ার করে লিখেছেন, ”বিয়ের দিন এইভাবেই আমার দুলহা’র সঙ্গে দেখা করতে এলাম।” এদিকে বিয়ের পর্ব সেরে সম্প্রতি হানিমুনে দার্লিজিং গিয়েছিলেন দেবলীনা-গৌরব। সেখানে গৌরবের স্কুল ‘সেন্ট পলস’-এর সামনে দাঁড়িয়ে পোজ দিতে দেখা গিয়েছে এই সদ্য বিবাহিত জুটিকে।