মতুয়া সম্প্রদায় থেকে মন্ত্রিত্বের দাবি

Mysepik Webdesk: আজ নদিয়ার পানিখালি কলেজে বিধায়ক সমীর কুমার পোদ্দার এর উদ্যোগে আয়োজিত হয়েছিল মতুয়া মহা সম্মেলন। রানাঘাটের বিভিন্ন ৬টি পঞ্চায়েত থেকে প্রায় ৩০০ উপর মতুয়া সম্প্রদায়ের দল উপস্থিত হয়েছিলেন এই সম্মেলনে। যারা অর্থের অভাবে দল চালাতে পড়ছিল না তাদের এই সম্মেলন থেকে বাদ্য যন্ত্র দেওয়া হয়েছে। এদিন আগত প্রায় ১০,০০০ লোকের জন্য দুপুরের মধ্যাহ্নভোজের ব্যবস্থা ছিল। এই সভা থেকে মতুয়া সম্প্রদায়ের দল গুলি আগামীতে বিধায়ক সমীর কুমার পোদ্দারকে মন্ত্রিত্ব দেখার আবেদন করেন মুখ্যমন্ত্রীর কাছে।
আরও পড়ুন: পাল্টে যাচ্ছে উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্রের ধরণ, বিজ্ঞপ্তি জারি উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের
এদিন বিধায়ক সমীর পোদ্দার জানান, নাগরিকত্ব প্রমাণ কার্ড দেওয়ার নামে ১০০ টাকা করে চাঁদা তুলেছেন শান্তনু ঠাকুর। তিনি আরো বলেন বিজেপি যে ভাওতাবাজি করছে তা মতুয়ারা বুঝে গেছে। অমিত শাহ মতুয়াদের নিয়ে শুধু মাত্র ভোট করতে চাই। মতুয়াদের প্রকৃত বন্ধু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।