Latest News

Popular Posts

ডেনমার্ক ওপেন: হাড্ডাহাড্ডি ম্যাচে জয় সিন্ধুর, হেরে গেলেন শ্রীকান্ত

ডেনমার্ক ওপেন: হাড্ডাহাড্ডি ম্যাচে জয় সিন্ধুর, হেরে গেলেন শ্রীকান্ত

Mysepik Webdesk: ডেনমার্ক ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন পি ভি সিন্ধু। হাড্ডাহাড্ডি ম্যাচে ম্যারাথন লড়াইয়ের পর এই ভারতীয় তারকা থাইল্যান্ডের বুসানান ওংবামরুংফানকে ২১-১৬, ১২-২১, ২১-১৫ ব্যবধানে পরাস্ত করেন। উল্লেখ্য যে, প্রথম ম্যাচে সহজে জিতলেও দ্বিতীয় ম্যাচটিতে জয় পেতে টোকিও অলিম্পিকে পদক জয়ী সিন্ধুকে লড়াই করতে হয়েছে ৬৭ মিনিট।

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে ভারতকে হট ফেভারিট বললেন স্টিভ স্মিথ

যদিও সিন্দুর এই কোয়ার্টার ফাইনালে ওঠার দিন পুরুষদের সিঙ্গলসে হার স্বীকার করতে হয় কিদাম্বি শ্রীকান্তকে। ম্যাচটিতে তিনি জাপানের কেন্তো মোমোতার কাছে ২১-২৩, ৯-২১ ব্যবধানে হেরে যান শ্রীকান্ত। উল্লেখ্য, এই জাপানি খেলোয়াড় বিশ্বের এক নম্বর শাটলার।

টাটকা খবর বাংলায় পড়তে লগইন করুন www.mysepik.com-এ। পড়ুন, আপডেটেড খবর। প্রতিমুহূর্তে খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। https://www.facebook.com/mysepik

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *