নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরাইলিদের প্রবেশের সুযোগ দিচ্ছে সৌদি!

Mysepik Webdesk: মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে। সৌদি আরব ১০ থেকে ১৫ জন্য ইসরাইলকে নিজেদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার পরবর্তীতেও। তাছাড়াও দেশটিতে ঢোকার জন্য ইসরাইলের পাসপোর্ট তারা ব্যবহার করছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ক্ষমতার প্রথম দিনই যেসব চুক্তি স্বাক্ষর করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট
সৌদি আরবে এক ধরনের মোটর গাড়ির রেস হয়। এর নাম ‘ডাকার র্যালি’। এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য কিছু ইসরাইলি গিয়েছিলেন সৌদি আরব। আগামী ১৫ জানুয়ারি এই প্রতিযোগিতা শেষ হয়েছে। প্রতিযোগিতায় ইসরাইলিরা দুটি দলে ভাগ হয়ে অংশগ্রহণ করেছিল। যদিও এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় আসুরিক ভূমিকম্পে মৃত বেড়ে ৫৬
উল্লেখ্য যে, গতবছর প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ডাবল ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের ফার্নান্দো আলোনসোও।