বিধ্বংসী আগুন তপসিয়ায়, পুড়ে ছাই ৫০-৬০টি ঝুপড়ি

Mysepik Webdesk: বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পার্ক সার্কাস এলাকার তপসিয়ার একটি বস্তিতে। ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে পুড়ে ছাই হয়ে গিয়েছে ৫০ থেকে ৬০টি ঝুপড়ি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকলের ১২টি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছেন তাঁরা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।
আরও পড়ুন: বাজল একুশে ভোটের দামামা, ১৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি

জানা গিয়েছে, যে এলাকায় আগুন লেগেছে, সেখানে মোবিল ও তেলের কারখানা রয়েছে। আর সেই কারণেই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। বসতি সংলগ্ন খাল থেকে জল এনে আগুন নেভানোর কাজ চলছে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দ্রুত বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হয়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।