শারীরিক অবস্থার অবনতি, অনিয়মিত রক্তচাপ, আপাতত আইসিইউতেই আছেন সৌমিত্র

Mysepik Webdesk: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতল সূত্রে খবর, শুক্রবার সকাল পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। স্বাভাবিক খাওয়া দাওয়াও করেছিলেন তিনি। তবে শুক্রবার বিকেল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অনিয়মিত রক্তচাপ এবং শারীরিক অসুস্থতা বাড়তে থাকায় তাঁকে আইটিইউ’তে রাখা হয়েছে। পাশাপাশি প্রেশার-সুগার-সিওপিডি-সহ একাধিক কো-মর্বিডিটির কারণে তাঁকে নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: নদিয়ার শান্তিপুরে বাড়ির ছাদে মিশরীয় ডুমুর চাষ
ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে চার সদস্যের মেডিক্যাল বোর্ড তাঁর চিকিৎসা করছে। মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়ার পর দু’দিন পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা অতটাও খারাপ ছিল না। স্বাভাবিক খাওয়া দাওয়াও করেছিলেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, বুধবারও তাঁর সারা দিনে একবারও জ্বর আসেনি। বৃহস্পতিবারও খুব একটা অসুবিধা ছিল না। তাঁকে নিয়ে চিকিৎসকরাও আশাবাদী ছিলেন। তাঁর বয়স ও কো-মর্বিডিটির কথা ভেবে তাঁকে কয়েক বার অক্সিজেনও দেওয়া হয়েছিল, যাতে ফুসফুসের ওপর কোনও রকম অতিরিক্ত চাপ না পড়ে।