Latest News

Popular Posts

IAS পরিচয় দিয়ে একাধিক অভিযানও চালিয়েছে ভুয়ো টিকাকাণ্ডের নায়ক দেবাঞ্জন, চাঞ্চল্যকর তথ্য

IAS পরিচয় দিয়ে একাধিক অভিযানও চালিয়েছে ভুয়ো টিকাকাণ্ডের নায়ক দেবাঞ্জন, চাঞ্চল্যকর তথ্য

Mysepik Webdesk: বরাবরই নিজেকে IAS অফিসার বলে দাবি করে আসত কসবার ভুয়ো টিকাকাণ্ডের প্রধান অভিযুক্ত দেবাঞ্জন দেব। পুলিশের জেরার মুখে সে স্বীকার করেছে, নিজেকে IAS অফিসের দাবি করে সে আগে একাধিক অভিযানও চালিয়েছে। পুলিশ জানিয়েছে, একবার তার অফিসের কাছে ভেজাল পেট্রোল বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে সে হানা দেয় ওই পেট্রল পাম্পে। সেখানে গিয়ে হাতেনাতে পাকড়াও করে ওই পেট্রল পাম্পের মালিককে। জানা যায়, সত্যিই ওই পাম্পে ভেজাল পেট্রল বিক্রি করা হচ্ছিল। এই খবর সেই সময় সংবাদপত্রেও প্রকাশিত হয়েছিল।

আরও পড়ুন: মায়ের মৃতদেহ তিনদিন ধরে আগলে রাখল মেয়ে, মনে করিয়ে দিল ২০১৫ সালের রবিনসন স্ট্রিটের ঘটনা

দেবাঞ্জন দেবের আর্থিক জালিয়াতির কারণে সম্ভবত ওই কেসের তদন্তের দায়িত্ব পেতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কারণ, কলকাতা পুলিশের কাছে তাঁরা FIR-র বিশদ চেয়ে পাঠিয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ কলকাতার কসবা এলাকার ১০৭ নম্বর ওয়ার্ডের ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডে কলকাতার নিউমার্কেট থানায় ধৃত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে আগেই অভিযোগ দায়ের করা হয়েছে। এবার বেআইনিভাবে এই ভ্যাকসিনেশন ক্যাম্প চালানোর জন্য ধৃতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল কলকাতা পুরসভা। ধৃত দেবাঞ্জন দেবকে ইতিমধ্যেই দফায় দফায় জেরা করেছে পুলিশ। জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, ওই ভুয়ো টিকাকরণ কাণ্ডের সঙ্গে ১৩ জনের একটি দল জড়িত রয়েছে। তারাই নিজেদের স্বাস্থ্যকর্মী পরিচয় দিয়ে ওই টিকা দেওয়ার কাজ করত।

আরও পড়ুন: পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ, ফেসবুক লাইভ রিকশা চালালেন মদন মিত্র

জেরার মুখে দেবাঞ্জন পুলিশকে জানিয়েছে, শুধুমাত্র নিজেকে বড়োসড়ো কিছু প্রমান করতে এতদিন ধরে সে মিথ্যের ওপর মিথ্যে সাজিয়ে গিয়েছে। ২০১৮ সালে প্রথম সে নিজের বাবা এবং পরিবারকে তার IAS হিসেবে চাকরি পাওয়ার কথা জানিয়েছিল। সে শুধুমাত্র পরিবারের কাছে স্বীকৃতি পাওয়ার জন্যই ওই কাজ করেছিল। তবে মাসচারের আগে থেকেই সে KMC-র আধিকারিক হিসেবে নিজের পরিচয় দিতে শুরু করে। নিজের ভুয়ো পরিচয় বজায় রাখতে সে নিজের গাড়িতে নীল বাতি ও বিশ্ব বাংলার লোগো ব্যবহার করত।

টাটকা খবর বাংলায় পড়তে লগইন করুন www.mysepik.com-এ। পড়ুন, আপডেটেড খবর। প্রতিমুহূর্তে খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। https://www.facebook.com/mysepik

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *