ধামাকা অফার রিলায়েন্স জিওর, মাত্র ৫৯৯ টাকায় ১৬৮ জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড কলিং

Mysepik Webdesk: ভারতের মোবাইল সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা যত বেড়ে উঠছে, ততই লাভ ওঠাচ্ছে গ্রাহকরা। একে অপরকে টেক্কা দেওয়ার জন্য নিত্যনতুন আকর্ষণীয় প্ল্যান নিয়ে হাজির হয়ে যাচ্ছে টেলিকম সংস্থাগুলি। এবার রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হয়েছে। মাত্র ৫৯৯ টাকার ওই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে পেয়ে যাবেন মোট ১৬৮ জিবি ডেটা। সঙ্গে পেয়ে যাবেন যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং। এই প্যাকের ভ্যালিডিটি ৮৪ দিন। এছাড়াও থাকছে প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুযোগ।
আরও পড়ুন: বাইডেনের শপথ গ্রহণের আগে মার্কিন শেয়ারবাজারে রেকর্ড উত্থান

অন্যদিকে জিওর ৫৯৯ টাকার একটি পোস্টপেড প্ল্যানও রয়েছে। সেই পোস্টপেড প্ল্যানে কোম্পানি গ্রাহকদের মোট ১০০ জিবি ডেটা দিয়ে থাকে। তবে এই প্ল্যানের সবথেকে আকর্ষণীয় বিষয়টি হল ২০০ জিবি ডেটা রোলওভারের সুবিধা। এটি একটি ফ্যামিলি প্ল্যান, যার সাহায্যে গ্রাহকেরা একটি অতিরিক্ত সিমকার্ডও নিতে পারেন। ভয়েস কলিং এবং এসএমএস-এর ক্ষেত্রে এই পোস্টপেইড প্ল্যানেও আনলিমিটেড অফার দেয় জিও। এছাড়াও রয়েছে সমস্ত জিও অ্যাপ ব্যবহার করার সুযোগ।