আমার পারফরম্যান্সে ধাওয়ান বড় ভূমিকা পালন করেছেন: স্টোইনিস

MysepiK Webdesk: অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টোইনিস এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছে যাওয়া দিল্লি ক্যাপিটালসের পারফরম্যান্সে শিখর ধাওয়ানের ভূমিকার প্রশংসা করে জানিয়েছেন যে, তিনি অধিনায়ক না হয়েও একজন পরামর্শদাতা হিসাবে দলে তাঁর দুর্দান্ত প্রভাব রয়েছে এবং তিনি ধারাবাহিকভাবে ভালো খেলছেনও। ধাওয়ান এই আইপিএলে ৬০৩ রান করেছেন। অন্যদিকে, স্টোইনিস ৩৫২ রান করেছেন। সঙ্গে নিয়েছেন ১২ উইকেট। এই দু’জনের পারফরম্যান্সের ওপর ভিত করে দিল্লি দ্বিতীয় বাছাইপর্বে সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানে পরাজিত করেছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরে অনিশ্চিত ঋদ্ধিমান!

ম্যাচের পরে স্টোইনিস প্রেস কনফারেন্সে বলেন, “শিখর অবিশ্বাস্য এবং দুর্দান্ত কিছু সেঞ্চুরিও করেছেন। তিনি আমাদের সকলকে গাইড করেছিলেন। তিনি টিমের মধ্যে নেতা। তাঁর রয়েছে অপরিসীম এনার্জি ও ক্রিকেটটা দারুণ বোঝেন। আমার পারফরম্যান্সে তিনি বড় ভূমিকা পালন করেছেন। আমি তাঁর জন্য খুব গর্বিত।” স্টোইনিস আরও বলেন, “এ বছর তিনি ৬০০-র বেশি রান করেছেন। আশা করি, ফাইনালে তিনি আর একটি স্মরণীয় ইনিংস খেলবেন।”