বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচে ছিটকে গেলেন দিবালা

Mysepik Webdesk: শুরু হয়েছে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনের পর্ব। যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হতে চলেছে বলিভিয়ার। তবে সেই ম্যাচের আগে বড়সড় ধাক্কা খেলো আর্জেন্টিনা। অসুস্থ হয়ে দল থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনীয় তারকা খেলোয়াড় পাওলো দিবালা। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যার কারণে বাছাইপর্বের ম্যাচ বলিভিয়ার বিরুদ্ধে মাঠে নামা হবে না দিবালার।
আরও পড়ুন: গোষ্ঠ পালের ইন্টারভিউ: স্মৃতিমেদুর রূপক সাহা
উল্লেখ্য যে, প্রথম ম্যাচেও ইকুয়েডরের বিরুদ্ধে পেটের সমস্যার কারণে মাঠে নামতে পারেননি দিবালা। যদিও সেই ম্যাচে মেসির গোলে জয় পেয়েছিল লিওলেন স্কোলানির ছেলেরা। দিবালা যে মাঠে নামার মতো অবস্থায় নেই, একথা আর্জেন্টিনা ফুটবলের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়। মঙ্গলবার ভারতীয় সময় গভীর রাতে বলিভিয়ার মাঠে এই দুই দল মুখোমুখি হতে চলেছে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত দেড়টায়।