Mysepik Webdesk: বর্ষশেষের দিনে পর্যটকদের ঠিক যে ছবি ধরা পড়েছিল দিঘায়, ঠিক সেই ছবিটিই ধরা পড়ল ইংরেজি বর্ষের প্রথম দিনে। পর্যটকে ভিড়ে জমজমাট হয়ে গেল দিঘার সৈকত। একে শনিবার, তার ওপর নতুন বছরের প্রথম দিন বলে কথা। এদিন সকাল থেকেই দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় ছিল দেখার মতো। জনগণকে দেখা গেল দেদার মাছ ভাজা, কাঁকড়া ভাজা খেতে।
আরও পড়ুন: শিলিগুড়ি পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক নতুন মুখ, লড়ছেন গৌতম দেবও
অন্যদিকে কোভিড সচেতনতা একেবারে শিকেয় তুলে মাস্ক ছাড়াই ঘুরতে দেখা গেল পর্যটকদের। পুলিশের তরফে বার বার এই বিষয়ে মাইকিং করা হলেও মানুষের বিন্দুমাত্র টনক নড়েনি। ভিড় দেখে মনে হচ্ছে, করোনা বলে কিছুই যেন নেই। এই পরিস্থিতি দেখে প্রশাসনের পক্ষ থেকে লাগাতার মাইকে প্রচার করা হচ্ছে। বার বার করে কোভিডবিধি মেনে চলার কথা বলা হচ্ছে। এমনকী কোভিডবিধি না মানলে গ্রেফতার করার হুঁশিয়ারিও দিয়েছে দিঘা পুলিশ। যদিও তাতেও কোনও হেলদোল নেই পর্যটকদের।