গুগল ড্রাইভকে টেক্কা দিতে হাজির দেশি স্টোরেজ প্ল্যাটফর্ম DigiBoxx, বিনামূল্যে পেয়ে যাবেন ২০ GB ফ্রি স্টোরেজ

Mysepik Webdesk: এবার গুগল ক্লাউডকে টেক্কা দিতে এসে গেছে সম্পূর্ণ দেশীয় ক্লাউড স্টোরেজ সার্ভিস। DigiBoxx লঞ্চ করল নীতি আয়োগ। সংস্থার দাবি, এই স্টোরেজে ডেটা ভারতের মধ্যেই সুরক্ষিত থাকবে। এই ক্লাউড স্টোরেজ এবং ফাইল শেয়ারিং প্ল্যাটফর্ম চালু করেন নীতি আয়োগ সিইও অমিতাভ কান্ত। DigiBoxx-এর সাহায্যে নিজের একটি আইডি তৈরি করে নিজের ডেটা স্টোর করা সম্ভব এবং প্রয়োজনে সেই ডেটা লিংকের মাধ্যমে সহজেই শেয়ার করা যাবে।
আরও পড়ুন: বিশ্বের শীর্ষ দশ ধনকুবেরের তালিকা থেকে ছিটকে গেলেন মুকেশ আম্বানি

নীতি আয়োগ জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে দিগিবক্সক্স শুধুমাত্র ওয়েব-এর মাধ্যমে এক্সেস করা যাবে তবে পরবর্তীকালে এটি Android এবং iOS ডিভাইসের জন্যও লঞ্চ করা হবে। ভারতীয়রা Digiboxx বিনামূল্যেই ২০ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সেক্ষত্রে কোনও ফাইলের পরিমান সর্বোচ্চ ২ জিবি পর্যন্ত হতে পারে।অতিরিক্ত ডেটা সেভ করার জন্য সাবস্ক্রিপশন করতে হবে। অন্যান্য ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্মের মতোই Digiboxx-এও একটা সীমার পর টাকা দিতে হবে।