স্বাস্থ্যসাথীর কার্ডের লাইনে দিলীপ ঘোষের পরিবার!

Mysepik Webdesk: ‘স্বাস্থ্যসাথী কার্ড আদৌ কোনও কাজের নয়, ওই কার্ড দিয়ে কোনও পরিষেবা মিলবে না’- এই ধরণের বক্তব্য প্রায়ই শোনা যায় বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মুখে। অথচ তাঁর পরিবারের সদস্যদের এবার দেখা গেল স্বাস্থ্যসাথী কার্ডের লাইনে দাঁড়িয়ে থাকতে। দীর্ঘক্ষণ ওই লাইনে দাঁড়িয়ে থাকার পর হাতেও পেলেন সেই কার্ড। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক অস্বস্তিতে পড়েছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
আরও পড়ুন: পুণে থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছল করোনার টিকা কোভিশিল্ড

দিলীপ ঘোষের আদি বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামে। সেখানে তাঁর মা, ভাই-সহ পরিবারের অন্যান্য সদস্যরাও থাকেন। যেহেতু দিলীপ ঘোষ নিজে একজন বিজেপি সাংসদ, সেহেতু তাঁর পরিবারের সদস্যরাও বিজেপিকে সমর্থন করেন। তাঁদের মুখেও বিজেপির গুণগান। শুধু তাই নয়, দিলীপবাবুর খুড়তুতো ভাই সুকেশ ঘোষ আবার জেলা বিজেপির সহ-সভাপতি। এই পরিস্থিতিতে তাঁদেরকে স্বাস্থ্যসাথী কার্ডের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।