স্বামীর অত্যাচারের জেরেই দিব্যা আর লড়তে পারলেন না জীবনের সঙ্গে, বিস্ফোরক দেবলীনা

Mysepik Webdesk: রবিবার ভোর ৩টে নাগাদ ‘ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায়’-খ্যাত অভিনেত্রী দিব্যা ভাটনগরের মৃত্যু হয়। তারপর থেকে জোর শোরগোল শুরু হয়ে যায়। অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য দিব্যার স্বামী গগণ গব্রু বিরুদ্ধে বিস্ফোরণ অভিযোগ করলেন। স্বামী গগণের দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তার জেরেই শেষ পর্যন্ত জীবনের সঙ্গে আর লড়াই করতে পারেননি দিব্যা। এদিকে দিব্যার মা আগেই অভিযোগ করেন যে, স্বামী গগণ গব্রুর অত্যাচারের জেরেই দিব্যা অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন: কৃষ্ণাঙ্গ মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠলো প্রিয়াঙ্কার স্বামী দুই দেওরের বিরুদ্ধে

‘সাথ নিভানা সাথিয়া’-খ্যাত অভিনেত্রী দেবলীনার আরও অভিযোগ, দিব্যাকে নিজের ভালবাসার জালে ফাঁসিয়ে দেন গগণ। দিব্যার হাত পায়ে ধরে হিমাচল থেকে মুম্বইতে থাকতে আসেন তিনি। শুধু তাই নয়, গগণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে শিমলা থানায়। গগণ ৬ মাস জেলও খাটে কিন্তু দিব্যা এসব অভিযোগে কান দেনননি। এমনিই অভিযোগ করেন দেবলীনা। সেই সঙ্গেবিগ বসের এই প্রাক্তন প্রতিযোগী বলেন যে, দিব্যা চলে গিয়েছেন ঠিকই কিন্তু গগণের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, তা খোলসা করেই ছাড়বেন।