জানেন অক্সফোর্ড কোভিড ভ্যাকসিনের প্রতিটি ডোজের কত দাম? জানুন বিস্তারিত

Mysepik Webdesk: ভারতে অক্সফোর্ডের করোনা টিকা কোভিশিল্ড-এর ছাড়পত্র পেলেও এখনও পর্যন্ত ভারতে কোভিড ভ্যাকসিন সরবরাহের বরাত পায়নি পুনের সেরাম ইনস্টিটিউট। তবে বিপুল পরিমান অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার নির্মিত ভ্যাকসিন তাদের হাতে চলে এসেছে বলে দাবি করলেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। তিনি জানান, কেন্দ্রের কাছ থেকে শুধুমাত্র অর্ডার পাওয়ার অপেক্ষা। আর সেই অর্ডার পাওয়া মাত্রই ভ্যাকসিন যথাস্থানে পৌঁছে যাবে। শুধু তাই নয়, তিনি ভ্যাকসিনের প্রতিটি ডোজের দামও জানিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: কৃষিকাজ হয়, এমন কোনও জমি কিনবে না রিলায়েন্স ইন্ডাস্ট্রি

আদর পুনাওয়ালা জানান, বর্তমানে তাঁরা সরকারকে প্রতিটি ভ্যাকসিনের ডোজ ২০০ টাকায় দিতে পারবেন। প্রথম ১০ কোটি ডোজ এই মূল্যে দেওয়া সম্ভব। তবে ভবিষ্যতে সরকার অনুমতি দিলে এই ডোজ খোলা বাজারে বিক্রি হলে তার দাম পৌঁছে যাবে প্রতিটি ডোজ হাজার টাকা পর্যন্ত। তিনি আরও জানান, তাঁদের কাছে এই মুহূর্তে ৫ কোটি ডোজ রয়েছে। প্রয়োজনে তাঁরা আরও ডোজ মজুত করতে পারবে বলে জানিয়েছেন। তবে এখনিই তাঁরা কোনও ডোজ দেশের বাইরে রপ্তানি করতে পারবেন না। কারণ, করোনার ভ্যাকসিন বিদেশে রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তবে মাস দুই তিন পর দেশের জন্য পর্যাপ্ত ডোজ যোগান দেওয়ার পরেই তা বিদেশে রপ্তানি করা সম্ভব বলে জানান তিনি।