একটি মাস্ক একাধিকবার ব্যবহারের করেন? তাহলে এখন থেকেই সাবধান হয়ে যান

Mysepik Webdesk: করোনা সংক্রমণ রুখতে মাস্কের গুরুত্ব অসীম। বিশেষজ্ঞদের দাবি, একটি ভালো মানের মাস্ক শতকরা ৭০ ভাগ পর্যন্ত করোনা সংক্রমণ রুখে দেওয়ার পাশাপাশি অন্যান্য জীবাণুর বিস্তারও রোধ করে। অন্যান্য মাস্কের চেয়ে সার্জিকাল মাস্ক অনেকটাবেশি উপকারী। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা সার্জিকাল মাস্ক ব্যবহার করা পছন্দ করেন। কিন্তু আমাদের জেনে রাখা প্রয়োজন যে একটি সার্জিকাল মাস্ক একাধিকবার ব্যবহার করলে সেই আমাদের উপকার করার চেয়ে ক্ষতিই করে বেশি। নতুন গবেষণায় উঠে এসেছে, এক মাস্ক বারবার ব্যবহার করার চেয়ে মাস্ক ব্যবহার না করাই ভালো।
আরও পড়ুন: শীতে প্রতিদিন একটি করে আমলকি খান আর দেখুন ম্যাজিক

গবেষকদের দাবি, সার্জিকাল মাস্ক বারবার ব্যবহার না করার কারণ হল এর ফ্যাব্রিক ও শেপ। বারবার ব্যবহার করার ফলে মাস্কের আকার নষ্ট হয়ে যায়। এছাড়াও মাস্কে এক ধরণের শোষণকারী স্তর ব্যবহার করা হয় যা দ্বিতীয়বার ব্যবহার করলে সেটি ছিদ্র হয়ে যায় এবং তুলনামূলক কম কার্যকর হয়। এর ফলে ব্যবহৃত মাস্কগুলো শতকরা ৬০ ভাগেরও কম ভাইরাস ফিল্টার করে। তাছাড়া মাস্ক চিরে যাওয়ারও সম্ভাবনা থাকে। তবে এটাও জেনে রাখা প্রয়োজন, যে মাস্কগুলো একাধিকবার ব্যবহার করা যায় সেগুলো ব্যবহারের একটি সময়সীমা আছে। মাস্ক ভালোভাবে পরিষ্কার করে তারপর দ্বিতীয়বার ব্যবহার করতে হবে। মাস্কের ফ্যাব্রিকটি ধোয়ার পর যদি আগে চেয়ে পাতলা মনে হয় তাহলে অবশ্যই ব্যবহার বাদ দিতে হবে।