Mysepik Webdesk: বলিউড অভিনেত্রী আথিয়া শেঠিকে বেশ কিছুদিন সিনেমায় দেখা যাচ্ছে না। তবে সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন তিনি। প্রায়শই সুন্দর ছবি শেয়ার করেন আথিয়া, যা ভক্তরা পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িংও অনেক বেশি। অভিনয়ের পাশাপাশি আথিয়া তাঁর ব্যক্তিগত জীবনের জন্যও শিরোনামে এসেছেন। দীর্ঘদিন ধরেই ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে আথিয়ার সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছিল।
আরও পড়ুন: বোলিংয়ে রেকর্ড অস্ট্রেলিয়ার কোর্টনি নিল-এর, যা ভবিষ্যতে ভাঙা অসম্ভব
দু’জনকে প্রায়ই একে অপরের ছবিতে রোমান্টিক মন্তব্য করতে দেখা যায়। যদিও দু’জনেই তাঁদের সম্পর্ক প্রকাশ্যে স্বীকার করেননি। তবে আথিয়ার জন্মদিন উপলক্ষে কে এল রাহুল এমন একটি পোস্ট শেয়ার করেছেন। এই পোস্ট থেকেই তাঁদের সম্পর্কের রসায়ন কিন্তু স্পষ্ট।
আরও পড়ুন: স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতেও দুঃখ পেয়েছেন কোহলি!
৫ নভেম্বর জন্মদিন পালন করেন আথিয়া। জন্মদিন উপলক্ষে তিনি ইন্ডাস্ট্রির সকল মানুষের কাছ থেকে অভিনন্দন পেয়েছেন। তবে যে পোস্টটি সবার নজর কেড়েছে, তা কে এল রাহুলের। এই ভারতীয় ক্রিকেটার টুইটারে আথিয়ার সঙ্গে নিজের একটি মজার ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার আথিয়া’।
আরও পড়ুন: রুট ভারতে থাকলে টি-২০ দলের অধিনায়ক হয়ে যেতেন: কটাক্ষ আকাশ চোপড়ার
সম্প্রতি আথিয়া শেঠি ইংল্যান্ডে কে এল রাহুলের সঙ্গে ছিলেন। ইংল্যান্ড থেকেও তিনি খুব সুন্দর ছবি শেয়ার করেছিলেন। ইংল্যান্ডে দু’জনের বেশকিছু ছবি দেখা গেলেও আথিয়ার বাবা সুনীল শেঠি কিন্তু জানিয়েছিলেন, আথিয়া তাঁর ভাই আহান শেঠির সঙ্গে ইংল্যান্ডে গিয়েছিলেন। রিপোর্ট অনুসারে, কে এল রাহুল যখন ইংল্যান্ডে সিরিজ খেলে জন্য রওনা হন, তখন তিনি আথিয়া শেঠিকে সঙ্গে নিয়েছিলেন। ইংল্যান্ডে যাওয়ার আগে বিসিসিআই-কে রাহুল জানিয়েছিলেন যে,আথিয়া শেঠি তাঁর বান্ধবী। উল্লেখ্য, আথিয়া শেঠি এবং কে এল রাহুল একসঙ্গে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রোমোট করেন।