Mysepik Webdesk: মাত্র তিনদিন আগে ট্রাউ এফসি বনাম ইন্ডিয়ান অ্যারোজের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হয়েছে আই-লিগ। গত সোমবার কলকাতার জায়ান্ট ক্লাব ২-১ ব্যবধানে সুদেভা এফসি-কে হারিয়ে তাদের আই-লিগ অভিযান শুরু করেছে। কিন্তু এরই মধ্যে কোভিড-আশঙ্কার মেঘ জমাট বাঁধতে শুরু করেছে আই-লিগের আকাশে। সূত্রের খবর, বায়ো-বাবলে থাকা সত্ত্বেও কমপক্ষে দশের অধিক ফুটবলার আক্রান্ত হয়েছেন করোনায়। এর জেরে মনে করা হচ্ছে, গোটা ফুটবল টুর্নামেন্টটাই আপাতত স্থগিত করা হতে পারে।
আরও পড়ুন:কেমন আছেন সৌরভ, হাসপাতাল থেকে ছাড়া পাবেন কবে?
লিগের একটি সূত্র জানিয়েছে, রিয়েল কাশ্মীরের ৫ জন ফুটবলার-সহ ৩ কর্মকর্তা এবং মহামেডান স্পোর্টিং ও শ্রীনিধি ডেকান এসফি-র একজন সাপোর্ট স্টাফও কোভিড আক্রান্ত হয়েছেন। তাছাড়াও অন্যান্য দল থেকেও আরও ৬ জন সংক্রামিত হয়েছেন বলে খবর। জানা গিয়েছে যে, এমন পরিস্থিতিতে এই টুর্নামেন্ট চলবে কিনা, সে-বিষয়েও খুবই শীঘ্র সিদ্ধান্ত নেওয়া হবে।