করোনা বিদায়ের ঘন্টা! দেশে আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা

Mysepik Webdesk: সুখবরটা এল বিজয়া দশমীর পরের দিনই। দেশে করোনা আক্রান্তের গ্রাফ আরও নিম্নমুখী। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার যে হারে নতুন আক্রান্তের সংখ্যা কমেছে, তাতে আশার আলো দেখছেন সাধারণ মানুষ। রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার দেশজুড়ে নতুন করে আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৬ হাজার ৪৬৯ জন। এই নিয়ে দেশজুড়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৯ লক্ষ ৪৬ হাজার ৪২৯ জন। পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১৯ হাজার ৫০২ জন।
আরও পড়ুন: দক্ষিণ কাশ্মিরে সেনাবাহিনীর এনকাউন্টারে খতম এক জঙ্গি, আত্মসমর্পণ আরও একজনের
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৬৪ হাজার মানুষ। অর্থাৎ সুস্থ হওয়ার সংখ্যাটা আরও বাড়ল। এই নিয়ে দেশে করোনামুক্তি ঘটেছে মোট ৭২ লক্ষ ১ হাজার মানুষের। সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ২৫ হাজার ৮৫৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষের বেশি।
আরও পড়ুন: আত্মনির্ভর ভারত গড়তে দেশের চিরাচরিত শক্তিকে আরও জোরদার করতে হবে: প্রধানমন্ত্রী