মুখ্যমন্ত্রীর অর্থ সহযোগিতায় ফের শুরু করোনা আবহে প্রায় বন্ধ হয়ে যাওয়া দুর্গাপুজো

Mysepik Webdesk: দুর্গাপুজো উপলক্ষে নদিয়া শান্তিপুর থানা থেকে চেক প্রদান করা হয়েছে পুজো কমিটি গুলোকে। মঙ্গলবার শান্তিপুর থানা থেকে শান্তিপুরের মহিলা দুর্গাপুজো কমিটিগুলিকে চেক প্রদান করা হয়। চেক নিতে আসা মহিলা পুজো কমিটির এক উদ্যোক্তা জানান, “এবছর পুজো হবে না ধরেই নিয়েছিলাম মুখ্যমন্ত্রীর দেওয়া আর্থিক সহায়তায় এবার পূজিত হবে দুর্গা।”
আরও পড়ুন: ২৪৯ বছরের পুরনো শান্তিপুরের ডাবরে পাড়া বুড়ো বারোয়ারি
তবে সংক্রমণ এড়াতে থানা চত্বরে চেক প্রদান ঘিরে একাধিক নিয়ম বিধি রাখা হয়। এই বিষয়ে মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই ঘোষণা করার পর সরকারিতালিকায় নিবন্ধ হওয়া দুর্গাপুজো আয়োজক ক্লাব বারোয়ারীগুলি নিকটস্থ থানা থেকে চেক গ্রহণ করছেন। পাশাপাশি এদিন সরকারি নিবন্ধ নেই, অথচ ১০ বছর যাবত চলে আসছে এমন পুজোর ক্ষেত্রে নতুন আবেদন পত্র জমা নেওয়া হয়েছে আগামী বছরে মঞ্জুর করার জন্য।
আরও পড়ুন: শান্তিপুরের বড় অদ্বৈত অঙ্গনে শারদীয়ায় পূজিতা হন দেবী কাত্যায়নী