Latest News

Popular Posts

কোচ ও ক্যাপ্টেন হিসাবে দ্রাবিড়-ধাওয়ানের নাম মোটামুটি পাকা, ঘোষণা শীঘ্রই

কোচ ও ক্যাপ্টেন হিসাবে দ্রাবিড়-ধাওয়ানের নাম মোটামুটি পাকা, ঘোষণা শীঘ্রই

Mysepik Webdesk: শ্রীলঙ্কা সফর ভারতীয় দলের ক্রিকেট ইতিহাসের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হতে চলেছে। রাহুল দ্রাবিড়কে এই দলের প্রধান কোচের ভূমিকায় যে দেখা যাবে, এমনটা অনেকটাই নিশ্চিত। এছাড়াও নতুন অধিনায়ক পেতে চলেছে ভারত। একই সময় বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ইংল্যান্ডে থাকবে। সেই সময় আবার রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে নতুন ক্যাপ্টেনের তত্ত্বাবধানে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজও খেলতে ভারত।

আরও পড়ুন: কলম্বিয়ার শেষ মুহূর্তের গোলে নিশ্চিত তিন পয়েন্ট হাতছাড়া আর্জেন্টিনার

যখন শ্রীলঙ্কা সফর হবে, তখন অবশ্য ইংল্যান্ডে কোনও ম্যাচ নেই বিরাটদের। কিন্তু করোনা প্রটোকল এবং পৃথকীকরণের নিয়মের কারণে ভারতীয় খেলোয়াড়দের পক্ষে ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কায় এসে সিরিজ খেলা সম্ভব নয়। কারণ আগস্ট মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অংশ নিতে হবে ভারতকে। সেই কারণে শ্রীলঙ্কায় ভিন্ন দল পাঠাতে হচ্ছে ভারতকে। ইংল্যান্ডে থাকা টিম ইন্ডিয়ার কোচিংয়ে ব্যস্ত থাকবেন রবি শাস্ত্রী। সেই কারণে রাহুল দ্রাবিড়কে শ্রীলঙ্কায় দলের প্রধান কোচ হিসেবে দেখা যাবে। অন্যদিকে, শ্রেয়স আইয়ারের চোট থাকায় তিনি শ্রীলঙ্কা সফরে যেতে পারছেন না। তাই, শিখর ধাওয়ানকে প্রথমবারের মতো ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা যাওয়ার সুযোগ বেশি। ওয়াকিবহাল মহল মনে করছেন যে, কোচ এবং অধিনায়ক হিসাবে দ্রাবিড় এবং ধাওয়ানের নাম ঘোষণা হওয়াটা সময়ের অপেক্ষা মাত্র।

আরও পড়ুন: ৪৭ বছর পরেও গাভাস্করের মনে অম্লান মাঠের মধ্যে চুল কাটার স্মৃতি

ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, শ্রীলঙ্কা সফরের জন্য টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের সঙ্গে বিমানে উঠতে চলেছেন রাহুল দ্রাবিড়। এছাড়াও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির আরও কিছু সদস্য শ্রীলঙ্কা সফরে কোচিং স্টাফ হিসেবে অংশ নেবেন। ভারতীয় দল শ্রীলঙ্কায় অনুশীলনের জন্য কমপক্ষে এক সপ্তাহের সময় পাবেন। উল্লেখ্য যে, ১৩ জুলাই শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামার কথা ভারতের। ক্রিকেটারদের অনুশীলনের জন্য বিসিসিআই বেঙ্গালুরুতে একটি শিবির আয়োজন করতে চেয়েছিল। তবে অতিমারির কারণে বেঙ্গালুরুতে খেলোয়াড়দের জড়ো হওয়া সম্ভব নয়। ক্রিকবাজের রিপোর্ট অনুসারে আরও জানা গিয়েছে, যে ক্রিকেটাররা শ্রীলঙ্কা সফরের জন্য নির্বাচিত হবেন, তাঁদের রওনা হওয়ার আগে ভারতে কোয়ারেন্টাইন অবস্থায় থাকতে হবে। শ্রীলঙ্কা সরকারের বর্তমান বিধি অনুসারে, ভ্যাকসিনের দু’টি ডোজ প্রাপ্ত ভারতীয়দের একদিনের জন্য পৃথকীকরণ অবস্থায় থাকতে হবে। এই নিয়ম ৩০ জুন পর্যন্ত কার্যকর। তবে ভারতীয় দল যখন শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে, সেই সময় ভারতের দক্ষিণে অবস্থিত এই দেশটিতে অন্য নিয়ম লাগু হতেই পারে।

টাটকা খবর বাংলায় পড়তে লগইন করুন www.mysepik.com-এ। পড়ুন, আপডেটেড খবর। প্রতিমুহূর্তে খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। https://www.facebook.com/mysepik

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *