কুসংস্কারের বশে একই পরিবারের তিন সদস্যকে তুলে নিয়ে গিয়ে শিরশ্ছেদ, গ্রেফতার তিন

Mysepik Webdesk: দেশজুড়ে মানুষকে কুসংস্কারের বিরুদ্ধে সচেতন করা হলেও আজও একশ্রেণীর মানুষ চরম কুসংস্কারে আচ্ছন্ন। তারই প্রমান পাওয়া গেল ঝাড়খণ্ডের খুন্তি জেলার একটি গ্রামে। ওই গ্রামে দশবাসকারী একটি পরিবারের তিন সদস্যকে তুলে নিয়ে গিয়ে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। চরমতম পাশবিক এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খুঁজে চলছে তল্লাশি।
আরও পড়ুন: হয় জরিমানা দিন নয়ত রাস্তা পরিষ্কার করুন, মাস্ক না পরার শাস্তির নিদান রাজ্য সরকারের
পুলিশ সূত্রে খবর, ওই গ্রামে সম্প্রতি এক মহিলা একটি শিশুর জন্ম দিয়েছিলেন। শিশুটি জন্ম হওয়ার কয়েকদিনের মধ্যেই মারা যায়। এরপরেই স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করেন, বিরষা মুণ্ডা নামে এক ব্যক্তির পরিবারই ওই সন্তানের মৃত্যুর জন্য দায়ি। কারণ তারা নাকি ‘কালাজাদু’ করেই ওই মহিলার সন্তানকে হত্যা করেছে। এরপরেই ওই পরিবারের তিনজনকে তথা বিরষা মুণ্ডা (৪৮), তার স্ত্রী সুক্রু পুর্তি (৪৩) ও মেয়ে সোমওয়ার পুর্তিকে (২০) অপহরণ করা হয়। পরে পুলিশ ওই তিনজনের মুণ্ডহীন দেহ উদ্ধার করে। গ্রামের পাশেই একটি গভীর জঙ্গল থেকে তাদের দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।