পুজোর চার দিন মাস্ক না পরার জন্য গ্রেফতার ২,৫৭৬

Mysepik Webdesk: পুজোর কটা দিন মাস্ক পরে প্রতিমা দর্শন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বার বার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে মাস্ক না পরেই অনেকে বাইরে বেরিয়ে পড়ছেন। অনেকেই আবার মোবাইলে কথা বলার সময় মাস্ক খুলে রেখেছেন। সেই কারণে অন্যান্য দিনের মতই পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। বার বার মাইকে প্রচার, মাস্ক বিলি করা, এরকম একাধিক কর্মসূচি গ্রহণ করলেও এক শ্রেণীর মানুষ সেসব কিছুতেই মানছেন না। সেই কারণেই পুজোর চার দিন অর্থাৎ সপ্তমী থেকে একাদশী পর্যন্ত পুলিশ বিভিন্ন এলাকা থেকে ২,৫৭৬ জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: পুজোর দিনগুলোতে পশ্চিমবঙ্গে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা, চাঞ্চল্যকর রিপোর্ট
পুলিশ সূত্রে খবর, সপ্তমীর দিন ৫৯৫, অষ্টমীর দিন ৬০৯, নবমীর দিন ৬৬৫ এবং দশমীর দিন যথাক্রমে ৪১৪ ও ২৯৩ জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, শুধু উৎসবের দিনেই নয়, তাদের এই অভিযান চালু থাকবে উৎসব শেষ হয়ে গেলেও। সাধারণ মানুষের প্রতি পুলিশকর্মীদের একটাই আবেদন, করোনাভাইরাসের হাত থেকে বাঁচুন, বাড়ির বাইরে বেরলে অবশ্যই মাস্ক পরুন।