করোনা আবহে বেলুড় মঠের দুর্গাপুজো এবার মঠের নিজস্ব ওয়েবসাইটে

Mysepik Webdesk: এবার বেলুড় মঠের দুর্গাপূজা আর ভক্তরা সরাসরি দেখতে পাবেন না। শুধুমাত্র পুজোর খুঁটিনাটি দেখা যাবে মঠের নিজস্ব ওয়েবসাইটে। করোনা আবহের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠের দুর্গাপুজো কমিটি। পাশাপাশি এবার ভক্তদের জন্য মায়ের ভোগের কোনও ব্যবস্থা করবে না বেলুড়মঠ।
আরও পড়ুন: হবে না অঞ্জলি দেওয়া কিংবা ভোগ বিতরণ করোনা আবহে দিল্লির দুর্গাপুজো এবার একেবারেই সাদামাটা
ইতিমধ্যেই করোনা সংক্রমণ রুখতে ভক্তদের জন্য বন্ধ রাখা হয়েছে বেলুড় মঠের দরজা। পুজোর আগে খোলার কোনও সম্ভাবনা নেই। তবে মঠের সূত্রে জানা গিয়েছে, এবার বৈদিক মতে হবে মোদের দুর্গাপূজা। চিরাচরিত প্রথা মেনেই হবে পুজোয় আয়োজন। কুমারী পুজো, সন্ধি পুজো সবকিছুই হবে নিয়ম মাফিক। করোনার প্রকোপে এবার বাইরে নয়, পুজো হবে মূল নাটমন্দিরে। তবে ভক্তদের জন্য থাকছে সম্পূর্ণ পুজোর অনুষ্ঠান দেখার ব্যবস্থা। পুজোর সবকটা দিনের অনুষ্ঠান সরাসরি দেখা যাবে www.belurmath.org ওয়েবসাইটে। এছাড়া প্রতিবছরের মতো দূরদর্শনেও সরাসরি দেখানো হবে বেলুড় মঠের পুজো।