ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: হাসপাতালের ধ্বংসস্তূপে আটকে বহু, মৃত বেড়ে ৩৫

Mysepik Webdesk: শক্তিশালী ভূমিকম্পের কবলে ইন্দোনেশিয়া। ভূমিকম্পের ফলে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে একটি হাসপাতালও। খবর পাওয়া গেছে যে, হাসপাতালে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বহু রোগী এবং স্টাফরা। ইন্দোনেশিয়ার মামুন শহরের একটি উদ্ধার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, সমতলের সঙ্গে হাসপাতালটি মিশে গিয়ে বিধ্বস্ত হয়েছে।
আরও পড়ুন: ইথিওপিয়ায় বন্দুকবাজদের হামলা, মৃত কমপক্ষে ৯০

সংস্থার তরফে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। তবে কতজন আটকে পড়েছেন, সেই সংখ্যাটি নির্দিষ্ট করে এখনও পর্যন্ত জানা যায়নি। ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে শুক্রবার এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২। ভূমিকম্পের ফলে আহত হয়েছেন ৭০০। এখনও অবধি মৃত্যুর সংখ্যা ৩৫ জন বলে জানা গিয়েছে।