হয় জরিমানা দিন নয়ত রাস্তা পরিষ্কার করুন, মাস্ক না পরার শাস্তির নিদান রাজ্য সরকারের

Mysepik Webdesk: বিশেষজ্ঞরা বার বার সতর্ক করছেন, করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে ঘরের বাইরে বেরোলে মাস্ক পরতে। কিন্তু সম্প্রতি ভারতেই বেশ কিছু সংখ্যক মানুষের মাস্ক পরার প্রতি এখনও অনীহা লক্ষ করা যাচ্ছে। প্রশাসনিক স্তরে বহুবার সতর্ক করার পরেও অনেকে মাস্ক ছাড়াই বাড়ির বাইরে বেরিয়ে পড়ছেন। এবার সেই সব মানুষের গাছাড়া মনোভাবে লাগাম দিতেই কড়া ব্যবস্থা নিতে চলেছে মহারাষ্ট্র সরকার।
আরও পড়ুন: দেশবাসীকে মিলাদ-উন-নবির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে একটি ঘোষণায় বলা হয়েছে, এবার থেকে মাস্ক না পরে ট্রেনে চড়লেই গুনতে হবে ২০০ টাকা জরিমানা। কাছে টাকা না থাকলে রয়েছে অন্য ব্যবস্থাও। সেক্ষেত্রে শাস্তিস্বরূপ নিয়ম ভঙ্গকারীকে দিয়ে রাস্তা ঝাঁট দেওয়ার কাজ করানো হবে। ইতিমধ্যেই বৃহন্মুম্বই পুরসভা এমন নিয়ম চালু করে দিয়েছে। জিআরপিকে চিঠি দিয়ে ট্রেনে ছাপার ক্ষেত্রে ওই একই নিয়ম পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেন ছাড়াও অন্য জনবহুল স্থানের ক্ষেত্রে বলবৎ থাকবে এই নয়া নিয়ম।