পাকিস্তানে গিয়ে ক্রিকেট সিরিজ খেলতে পারে ইংল্যান্ড

Mysepik Webdesk: করোনার ফলে দীর্ঘদিন বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। এরপর ক্রিকেট চালু হওয়ার পরে ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট খেলতে গিয়েছিল পাকিস্তান। বলা যায়, ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট ফেরাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পাক ক্রিকেট বোর্ড। এবার পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটাতে ইংল্যান্ড তাদের সাহায্য করার কথা ভাবছে।
আরও পড়ুন: এটা ‘ইউনিভার্স বসে’র ব্যাটিং ছিল: ক্রিস গেইল
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই জানিয়েছে, ২০২১- এর শুরুতে পাকিস্তানের মাটিতে তিনটি টি -২০ ম্যাচের সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে তারা। যদিও সেই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি ইসিবি। ইসিবি একটি বিবৃতিতে জানিয়েছে, “পাকিস্তানি ইন্টারন্যাশনাল ক্রিকেট ফেরানোর বিষয়টা আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। আমাদের তরফ থেকে যেকোনও প্রকার সাহায্যের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পিসিবিকে স্বাগত।”
আরও পড়ুন: ডেনমার্ক ওপেনের কোয়ার্টার ফাইনালে কিদাম্বি শ্রীকান্ত
উল্লেখ্য যে, ২০০৯ সালে শ্রীলংকার ক্রিকেট টিমের টিম বাসে সন্ত্রাসী হামলার পর সে-দেশে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল প্রায় ১০ বছর। আর ইংল্যান্ড ক্রিকেট দল ২০০৫ সালে পাকিস্তানে গিয়ে শেষবার সিরিজ খেলেছিল।