স্পিনে ধরাশায়ী ইংল্যান্ড, সিরিজে সমতা ফেরাল ভারত

Mysepik Webdesk: সম্ভবত একেই বলে কামব্যাক। দ্বিতীয় টেস্টে ‘রুট অ্যান্ড কোম্পানি’কে ৩১৭ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। আপাতত চার ম্যাচের সিরিজের ফল ১-১। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও দ্বিতীয় স্থানে উঠে এল ‘টিম ইন্ডিয়া’। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৬০ রানে পাঁচ উইকেট নিলেন অক্ষর প্যাটেল। ৫৩ রানে তিন উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ২৫ রানে দু’উইকেট পেয়েছেন কুলদীপ যাদব।
আরও পড়ুন: রেকর্ডের নাম রবিচন্দ্রন অশ্বিন
ম্যাচের চতুর্থ দিনে প্রত্যাশিতভাবেই দাপট দেখালেন ভারতীয় স্পিনাররা। তবে, এদিন অশ্বিনের থেকে বেশি বিপজ্জনক মনে হল অক্ষর প্যাটেলকে। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬০ রানের বিনিময়ে ৫ টি উইকেট দখল করলেন তিনি। এর মধ্যে গুরুত্বপূর্ণ জো রুটের উইকেটও।
আরও পড়ুন: আইপিএল নিলামের আগে এক ওভারে পাঁচ ছক্কা হাঁকালেন শচীন-পুত্র
ইংল্যান্ডে দ্বিতীয় ইনিংসে ৪৮১ রানের লক্ষ্যমাত্রা তাঁরা করতে নেমে ১৬৪ রানে শেষ করে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সপ্রতিভ দেখাল অশ্বিনকে। তিনি ৫৩ রানে তিন উইকেট নিয়েছেন। ভারতীয় স্পিনাররা একার কাঁধে শেষ করে দেয় ইংল্যান্ডে দ্বিতীয় ইনিংস। ইংরেজ ব্যাটসম্যানদের মধ্যে মইন আলি সর্বোচ্চ ৪৩ রান করেন।
এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে সিরিজের বাকি দুটি ম্যাচই জিততে হবে ইংল্যান্ডকে। আর দ্বিতীয় স্থান ধরে রাখতে হলে সিরিজের দুটি ম্যাচের মধ্যে কোনও ম্যাচ হারা চলবে না টিম ইন্ডিয়ার।