ইউরো কাপের গ্রুপ ঘোষণা, ফ্রান্স-জার্মানির সঙ্গে গ্রুপ অফ ডেথে পর্তুগাল

Mysepik Webdesk: ২০২১ উয়েফা ইউরো কাপের জন্য ঘোষণা করা হয়েছে। ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে ‘গ্রুপ অফ ডেথে’ রাখা হয়েছে। তাদের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরির সঙ্গে গ্রুপ ‘এফ’-এ স্থান দেওয়া হয়েছে। একইসঙ্গে, তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে সুইডেন, পোল্যান্ড এবং স্লোভাকিয়া সহ গ্রুপ ‘ই’-তে রাখা হয়েছে।
আরও পড়ুন: হাসপাতাল থেকে মুক্তি: ভক্তরা গান গেয়ে উৎসাহিত করলেন মারাদোনাকে, প্রকাশ্যে এল ভিডিয়ো
এটি উয়েফা ইউরো কাপের ১৬তম সংস্করণ। ২০২০ সালের জুনে হওয়ার কথা ছিল ইউরো কাপ। তবে করোনার কারণে স্থগিত করা হয়েছিল। এখন এই টুর্নামেন্টটি ২০২১-এর ১১ জুন থেকে ১১ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে উয়েফার রাষ্ট্রপতি মিশেল প্লাতিনি টুর্নামেন্টের নাম উয়েফা ইউরো ২০২০ ঘোষণা করেছিলেন। ভিডিয়ো সহকারী রেফারিও প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ব্যবহার করা হবে।