করোনা-রোগীর ঘনিষ্ঠ হয়েও কোভিড নেগেটিভ মারাদোনা

Mysepik Webdesk: একদিন আগেই কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার কোভিড সংক্রমণের আশঙ্কা নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। জানা গিয়েছিল, কোভিড টেস্ট হয়েছিল প্রাক্তন এই বিশ্বকাপজয়ী আর্জেন্টিনীয় অধিনায়কের। এরপর ফুটবলের রাজপুত্রের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। তবে তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন, কোভিড-১৯ টেস্ট হলেও তাঁর করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। একইসঙ্গে তাঁর দুই মেয়ে এবং ছেলের রিপোর্টও নেগেটিভ।
আরও পড়ুন: গোষ্ঠ পালের ইন্টারভিউ: স্মৃতিমেদুর রূপক সাহা
চেনা সহজাত ভঙ্গিতে মারাদোনা লিখেছেন, “যাঁরা আমার এবং আমার সন্তানদের যত্নের সঙ্গে দেখভাল করছেন, তাঁদেরকে একটা লম্বা চুম্বন।” তাছাড়াও মারাদোনার আইনজীবী নিশ্চিত করেছেন যে, হ্যান্ড অফ গড’-এর কারিগর কোভিড-১৯ নেগেটিভ।
উল্লেখ্য যে, ৫৯ বছর বয়সি মারাদোনা ফ্যাসুন্দো কন্টিন্ট নামে খেলোয়াড়ের ঘনিষ্ঠ হয়েছিলেন। কন্টিন্টের আবার শুক্রবার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপরে মারাদোনা করোনা আক্রান্ত হতে পারেন বলে খবর রটে। তবে করোনা টেস্টের পরে রিপোর্ট নেগেটিভ আসায় চওড়া হাসি তাঁর ভক্তদের মুখে।