Mysepik Webdesk: দীপাবলির আগে কেন্দ্রীয় সরকার পেট্রল-ডিজেলের এক্সাইজ ডিউটিতে ছাড় ঘোষণা করার পর আজ পর্যন্ত বাড়েনি তেলের দাম। একটানা আটদিন অপরিবর্তিত রয়েছে দাম। তবে বেশ কয়েকটি রাজ্যে VAT কমানোর ফলে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। এদিন কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৪ টাকা ৬৭ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি রয়েছে ৮৯ টাকা ৭৯ পয়সা।
আরও পড়ুন: বেড়ে যেতে পারে মারুতি সুজুকির গাড়ির দাম
কলকাতা ছাড়াও দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৩ টাকা ৯৭ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি রয়েছে ৮৬ টাকা ৬৭ পয়সা। মুম্বইয়ে পেট্রল বিকোচ্ছে লিটার প্রতি ১০৯ টাকা ৯৮ পয়সা দরে। ডিজেলের দাম রয়েছে ৯৪ টাকা ১৪ পয়সা প্রতি লিটার। দেশের মধ্যে যা সর্বোচ্চ। চেন্নাইয়ে পেট্রোলের দাম রয়েছে লিটার প্রতি ১০১ টাকা ৪০ পয়সা। পাশাপাশি ডিজেলের দর রয়েছে ৯১ টাকা ৪৩ পয়সা।