Mysepik Webdesk: নবতীপর কিংবদন্তি সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। জীবনের শেষ বয়সে এসে মোদি সরকারের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি খোদ শিল্পীই। এরপর পদ্মশ্রী-তরজায় ভেজে বিভিন্ন মহল।
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি কবীর সুমনও। সাংবাদিক সম্মেলনে তিনি বুঝিয়ে দিয়েছিলেন মোটেও ঠিক কাজ করেনি তারা। আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর পর এদিন ফের বিস্ফোরক হয়ে ওঠেন কবীর সুমন। তিনি তাঁর ফেসবুক পেজে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
আরও পড়ুন: সন্ধ্যায় প্রদীপ নিভিয়ে না ফেরার দেশে চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়
তিনি লেখেন, “হিন্দি হিন্দুত্ব হিন্দিয়াবাদীরা সফল। বাংলার সুরসম্রাজ্ঞীকে অপমান করে তাড়ানো গ্যাছে।” তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে বরাবরই ‘উগ্র হিন্দুত্ববাদী’ বলে সমালোচনা করে থাকেন। এদিনও তার ব্যতিক্রম হল না। সঙ্গে আকারে-ইঙ্গিতে পদ্মশ্রী-তরজাকে জুড়ে দিয়ে নতুন করে কন্ট্রোভার্সি উসকে দিলেন ৭২ বছরের কবীর সুমন।