যৌনতার দোহাই দিয়ে ‘পেঁয়াজের’ ছবি সরিয়ে দিল ফেসবুক

Mysepik Webdesk: যৌনতার আবেদন রয়েছে, এই অজুহাতে পেঁয়াজের ছবি সরিয়ে দেওয়ার অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে। গত সেপ্টেম্বর মাসে কানাডার বাসিন্দা পেশায় ব্যবসায়ী ই ডব্লিউ গেজ তাঁর ফেসবুক পেজে বিক্রির জন্য কয়েকটি রসালো টাটকা পেঁয়াজের ছবি দেন। কিছুক্ষনের মধ্যেই ফেসবুকের তরফ থেকে ছবিটি তাঁর পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়। কারণ হিসেবে ফেসবুকের তরফে জানানো হয়, ছবিটি যৌনতায় হাতছানি দিচ্ছে, যা ফেসবুকের নিয়ম-নীতিকে লঙ্ঘণ করে। সেই কারণে ছবিটিকে সরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিদেশের মাটিতে গান গেয়ে ভারতের নাম উজ্জ্বল করল খুদে, মুহূর্তেই ভিডিও ভাইরাল
এই ঘটনায় আশ্চর্য হয়ে গেজ ফেসবুকের নোটিফিকেশনের স্ক্রিনশটটি তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। পাশাপাশি তিনি জানান, পেঁয়াজের যে ছবিটি ব্যবহার করা হয়েছিল সেটিকে ‘ওভার্টলি সেক্সুয়াল’ হিসেবে ব্যাখ্যা করেছে ফেসবুক। তাঁর পোস্ট করা ছবিটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। অনেকেই আবার ফেসবুকের এই অদ্ভুত কাণ্ডকে ব্যঙ্গ করতে শুরু করেন। পড়ে অবশ্য ফেসবুক তার ভুল স্বীকার করে ছবিটির ওপর থেকে সাসপেনশন তুলে নেয়।
আরও পড়ুন: নীল রঙের আটটি চোখ বিশিষ্ট নতুন প্রজাতির মাকড়সা নিয়ে তোলপাড় দুনিয়া