কেওড়াতলায় গান স্যালুটে শেষ বিদায় সাহেবকে, উপচে পড়ল মানুষের ভিড়

Mysepik Webdesk: গান স্যালুটে শেষ বিদায় জানানো হল অভিনেতা তাপস পালকে। পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদার সাথে গান স্যালুটের মাধ্যমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হল আজ। মুম্বাইয়ের হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। গতকাল মুম্বাই থেকে কলকাতায় আসার পর সেখান থেকে গল্ফগ্রিনের বাড়িতে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়। আজ সকালে টেকনিসিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হয় তাঁর মরদেহ। এরপর রবীন্দ্রসদনে পালন করা হয় শ্রদ্ধাজ্ঞাপন। সেখানে তাপস পালকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ছেলেকে খুন করে দেহ টুকরো টুকরো করে সারা শহরে ছড়াল মা

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায় প্রমুখরা। কেওড়াতলা মহাশ্মশানে উপস্থিত ছিলেন মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম প্রমুখরা। তাদের প্রিয় অভিনেতাকে হারিয়ে শোকাচ্ছন্ন টলিউড। তাঁকে একবার শেষ দেখা দেখার জন্যে রবীন্দ্রসদান থেকে কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত উপচে পড়ে মানুষের ভিড়।