মনোহরলাল খাট্টারের যাত্রাপথে কৃষকদের বিক্ষোভ, কৃষকদের উদ্দেশ্যে জলকামান, কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ

Mysepik Webdesk: কেন্দ্রের নয়া কৃষি আইনের সমর্থনে কার্নাল জেলার কেমলা গ্রামে একটি প্রচার কর্মসূচি অনুষ্ঠান ছিল। বিজেপির সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য তিনি যখন সেখানে যাচ্ছিলেন, তখন গ্রামে ঢোকার মুখে একটি টোল প্লাজার কাছে তাঁকে আটকে দেন স্থানীয় কৃষকরা। সেই কৃষকদের জমায়েত ছত্রভঙ্গ করতে এ দিন পুলিশ কৃষকদের লক্ষ্য করে জলকামান, কাঁদানে গ্যাস ছোড়ে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: আজ ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ দিন, ডেডলাইন মিস করলে কিন্তু বিপদ বাড়বে

সভামঞ্চের কাছে একটি জায়গায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করার কথা ছিল। পুলিশের নিরাপত্তা ভেঙে সেখানেও পৌঁছে যান বিক্ষোভকারী কৃষকরা। শেষমেশ বাধ্য হয়ে অন্য জায়গায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারকে অবতরণ করানো হয়। এই ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। এই একই ঘটনা ঘটেছিল পঞ্জাব, হরিয়ানার কৃষকদের দিল্লি অভিযান আটকাতে। সে বারেই বিক্ষোভকারী কৃষকদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছিল। পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়েছিল পুলিশ।