নতুন বছরের প্রথম দিন থেকে টোল প্লাজায় FASTag বাধ্যতামূলক, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

Mysepik Webdesk: আগামী ১ জানুয়ারী ২০২১ থেকে দেশের প্রত্যেকটি টোল প্লাজায় আর গাড়ি থামিয়ে নগদ টাকা দেওয়ার প্রয়োজন হবে না। কারণ, এবার থেকে বাধ্যতামূলক হয়ে যাচ্ছে FASTag। বৃহস্পতিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নিতিন গড়করি। এতদিন পর্যন্ত FASTag -এর পাশাপাশি দেশের টোল প্লাজাগুলিতে নগদ টাকা নিয়ে টিকিট দেওয়ার ব্যবস্থা ছিল। এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সমস্ত লেনদেন ক্যাশলেস হিসেবে করানোর জন্য এটি কেন্দ্রীয় সরকারের একটি বড় পদক্ষেপ। এতে টোল প্লাজা অতিক্রম করতে যাত্রীদের সময়ও অনেকখানি বাঁচবে।
আরও পড়ুন: গণধর্ষণের অভিযোগ জানাতে থানায় গিয়ে ফের ধর্ষণের শিকার মহিলা
এই FASTag আসলে কী? ২০১৬ সালে প্রথমবার FASTag -এর আত্মপ্রকাশ ঘটে। প্রথম পর্যায়ে চারটি ব্যাঙ্ক মিলে প্রায় এক লক্ষ গাড়ির মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছিল FASTag। পরের বছর সেই সংখ্যা পৌঁছে যায় প্রায় সাত লক্ষে। ২০১৮ সালে সরকারিভাবে ৩৪ লক্ষেরও বেশি ফ্যাসট্যাগ ইস্যু করা হয়। FASTag -এ আসলে একটি নির্দিষ্ট নম্বর দেওয়া থাকে যা দিয়ে প্রতিটি গাড়িকে আলাদা করে চিহ্নিত করা থাকে। এই FASTag -এর সঙ্গে যুক্ত থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। FASTag -এর জন্য বরাদ্দ অর্থ শেষ হয়ে গেল ফের তা রিচার্জ করে নেওয়া যায়। এ দিনের ঘোষণায় বলা হয়, আগামী প্রতিটি গাড়ির ক্ষেত্রে FASTag বাধ্যতামূলক হতে চলেছে। অর্থাৎ এবার থেকে আর নগদ অর্থ দিয়েও টোল প্লাজা অতিক্রম করা যাবে না।