Mysepik Webdesk: রবিবার থেকেই নামতে শুরু করেছে তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। এ বছর শীতের মরসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা নেমেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমের তাপমাত্রা আরও কমে ৭ ডির্গ্রীর কাছাকাছি পৌঁছেছে।
আরও পড়ুন: বান্ধবীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড, বোলপুরে গ্রেফতার যুবক
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েকদিন আরও কমবে তাপমাত্রা। বজায় থাকবে কনকনে শীতের আমেজ। উত্তুরে হাওয়ার দাপটে পৌষের শুরুতেই জাঁকিয়ে শীতের স্পেল আসতে চলেছে গোটা বাংলাজুড়ে। পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে আরও নামবে তাপমাত্রার পারদ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে বাংলায়। বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন: রাজ্যে চালু হতে চলেছে আরও তিনটি বিমানবন্দর
কনকনে ঠান্ডার পাশাপাশি কয়েকটি রাজ্যে আগামী কয়েকদিন ঘন কুয়াশার সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা এবং চন্ডিগড়ে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। এছাড়াও উত্তর-পূর্বের কয়েকটি রাজ্য যেমন অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। এছাড়াও মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত। পূর্ব ভারতের রাজ্যগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।