এখনও চূড়ান্ত অনুমোদন মেলেনি, তবুও পাকিস্তানে শুরু চিনা ভ্যাকসিনের টিকাকরণ

Mysepik Webdesk: বিশ্বের বহু দেশেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে করোনা ভ্যাকসিনের টিকাকরণ প্রক্রিয়া। কিন্তু এতদিন পর্যন্ত পাকিস্তান এই বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। এতদিন পর্যন্ত চিনের করোনা ভ্যাকসিনের অপেক্ষায় ছিল ইমরান খানের দেশ। তবে এবার পাকিস্তানেও শুরু হতে চলেছে করোনার টিকা দেওয়ার প্রক্রিয়া। জানা গিয়েছে, আপাতত ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। সাধারণ মানুষের টিকা পেতে এখনও মাস দুয়েক অপেক্ষা করতে হবে। তবে আশ্চর্যের বিষয় হল, যে টিকা পাকিস্তানে দেওয়া হবে, সেটি চিনের তৈরি এবং এখনও পর্যন্ত বেজিং ওই টিকা প্রদানের ক্ষেত্রে কোনও সবুজ সংকেত দেয়নি।
আরও পড়ুন: এবার কৃষক আন্দোলনকে সমর্থন সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থানবার্গের

স্বাভাবিকভাবেই পাকিস্তানের এই টিকাকরণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, চিন থেকে প্রথম পর্যায়ে পাকিস্তানে এসে পৌঁছেছে সিনোফার্মের তৈরি ভ্যাকসিনের পাঁচ লক্ষ ডোজ। মঙ্গলবার রাতেই ওই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন একজন পাকিস্তানী চিকিৎসক। যদিও পাকিস্তানে টিকাকরণ নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান, তবুও ওই দেশের একাধিক বিশেষজ্ঞের দাবি, অন্যান্য ভ্যাকসিনের মতো সিনোফার্ম ভ্যাকসিনের ট্রায়াল ও অন্যান্য তথ্য ততটা স্বচ্ছ নয়। সেক্ষেত্রে এই ভ্যাকসিন প্রয়োগে অনেকটাই ঝুঁকি থেকে যাচ্ছে। এর কার্যকারিতা নিয়েও যথেষ্ট সন্দেহ থাকছে।